আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ফাইজারের টিকা নিয়ে নতুন সুসংবাদ দিলেন ইসরায়েলি গবেষকরা

ফাইজারের টিকা নিয়ে নতুন সুসংবাদ দিলেন ইসরায়েলি গবেষকরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২১ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : এবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে নতুন সুসংবাদ দিলেন ইসরায়েলের গবেষকরা। তাদের দাবি, এই টিকা শুধু করোনামুক্তদের জন্য নয়, বরং যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের জন্যও কার্যকরী। আক্রান্তদের উপসর্গ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই টিকা।
দেশটির ক্ল্যালিট গবেষণা ইন্সটিটিউট এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। খবর স্কাই নিউজ ও সিএনএন’র। প্রতিষ্ঠানটি দাবি করেছে, পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে বাস্তবেও ফাইজারের ভ্যাকসিন করোনা প্রতিরোধ করতে সক্ষম। প্রায় ১২ লাখ মানুষের ওপর গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। এর অর্ধেককে ফাইজারের টিকা দেওয়া হয়।
গবেষণায় দেখা গেছে, আক্রান্ত যারা টিকার দুই ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে উপসর্গ প্রায় ৯৪ শতাংশ কমেছে। গুরুতর অসুস্থতা ৯২ শতাংশ পর্যন্ত কমেছে বলেও গবেষণায় দেখা যায়।