আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সম্পাদকীয় ফাইনালের মহারণে ব্যাটিংয়ে কুমিল্লা

ফাইনালের মহারণে ব্যাটিংয়ে কুমিল্লা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ৫:৪১ অপরাহ্ণ | বিভাগ: সম্পাদকীয়


দিনের শেষে প্রতিবেদক : প্রায় এক মাস ধরে চলা ব্যাট-বলের দ্বৈরথ থামার অপেক্ষায়। ২১ জানুয়ারি পর্দা ওঠে আজ ফাইনাল দিয়ে পর্দা নামছে বিপিএলের অষ্টম আসরের। টুর্নামেন্টের মেগা ফাইনালে আজ মুখোমুখি সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার দলপতি ইমরুল কায়েস।
গ্রুপপর্বের দেখায় দুই দলই জয় পেয়েছিল একবার করে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে সাকিবের বরিশালের কাছে ১০ রানে হারে ইমরুল কায়েসের কুমিল্লা। অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতেছেন সাকিব-ইমরুল দুজনেই। তাই এই মঞ্চ তাদের নতুন নয়। কীভাবে ফাইনালে স্নায়ু শীতল রাখতে হয়, তা দুই ক্যাপ্টেনই জানে। ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন, জিতবে সেই, যার নার্ভ থাকবে শক্ত। তার মতে, ফাইনাল হলো স্নায়ুক্ষয়ী খেলার জায়গা। এখানে সেই জয় পায়, যার স্নায়ু খেলার মাঠে শক্ত থাকে বেশি। খেলার মাঠে ভেঙে পড়লে হারতে হবে ম্যাচ। এবারের বিপিএলের সবচেয়ে তারকাবহুল দুটি দল হলো কুমিল্লা ও বরিশাল। মূলত ভালো মানের বিদেশি ক্রিকেটার এনে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছে এ দুদলই। সেইসঙ্গে দেশীয়দের কম্বিনেশনেও সেরা ছিল এ দুটি দল। সে হিসেবে টুর্নামেন্টের সেরা দুটি দলই উঠেছে শিরোপা মঞ্চে।
ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনিল নারিনদের মতো ক্রিকেটারেরা বিশ্ব টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ান। এ খেলোয়াড়েরাই এবার কুমিল্লা ও বরিশালের হয়ে মাতাবেন ফাইনাল ম্যাচ। বরিশাল কোচ সুজন বলেন, ‘কুমিল্লা খুব শক্তিশালী দল। তবে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়েই ফাইনালে ওঠে বরিশাল। এই জয় মানসিকভাবে এগিয়ে রাখবে বরিশালকে। তবে খেলাটা যেহেতু মাঠের, জয় পেতে মাঠের খেলাতেই হারাতে হবে প্রতিপক্ষকে।’