আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ মারে

ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ মারে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


tennisঅনলাইন স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে ফ্রেঞ্চ ওপেন টেনিস। পুরুষ এককের নিজ নিজ সেমিফাইনালে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। ফলে ফাইনালে হ্যাবিওয়েট তারকা হিসেবে লড়বেন এ দুই তারকা।

টেনিসের শীর্ষ তারকা জোকোভিচ শেষ চারের খেলায় সহজ জয় তুলে নেন। ডোমিনিক থিয়েমের বিপক্ষে তিনি ৬-২, ৬-১ ও ৬-৪ গেমে জিতে আসরের ফাইনাল নিশ্চিত করেন। গ্র্যান্ডস্লামে সার্বিয়ান তারকার এটি টানা ষষ্ঠ ফাইনাল।

জোকোবিচের সামনে এবার ক্যারিয়ারের গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি থাকছে। অন্যতিনটি বড় আসরে চ্যাম্পিয়নস হলেও এই একটি শিরোপাতে অপূর্ণতা এখনও রয়েছে তার। গতবারের ফাইনালে তিনি স্তান ওয়ারিঙ্কার বিপক্ষে হেরেছিলো।

এদিকে সেমিফাইনালের আরেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন মারে। বৃটিশ তারকা জয় পান ৬-৪, ৬-২, ৪-৬ ও ৬-২ গেমে। ফ্রেঞ্চ ওপেনে এটি তার প্রথম ফাইনাল।