আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফারুক সুস্থ, দোয়া চাইলেন স্ত্রী

ফারুক সুস্থ, দোয়া চাইলেন স্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২১ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   হঠাৎ করে সিঙ্গাপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে এক ক্ষুদে বার্তায় তিনি বলেন, ফারুক এখন সুস্থ আছে, দোয়া করবেন। জানা গেছে, চিত্রনায়ক ফারুককে এ মুহূর্তে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আপাতত তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

ফারুক এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। প্রায় পাঁচ দশক ধরে ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক।