আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফিটনেস পরীক্ষায় পাস করলেন নাসির

ফিটনেস পরীক্ষায় পাস করলেন নাসির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২১ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ক্রিকেটার নাসির হোসেন মানেই যেন বিতর্কিত বা নেতিবাচক খবর। কদিন আগে অন্যের বউকে বিয়ে করার অভিযোগে ‘টক অফ দ্য কান্ট্রি’ ছিলেন নাসির। তাকে নিয়ে গোটা দেশ মেতেছিল মাঠের বাইরের ঘটনায়।
তবে এবার নিজের ভক্ত-অনুরাগীদের সুখবর শোনালেন তিনি। ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটার মাঝেও ফিটনেস ইস্যুতে উতড়ে গেলেন নাসির। বুধবার মিরপুরে ফিটনেস টেস্ট দেন জাতীয় দলের হয়ে খেলা এ ক্রিকেটার। সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট দেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১। বিষয়টি নিশ্চিত কর বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, ‘নাসির আজ (বুধবার) সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’ মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।