আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফিফা নারী বিশ্বকাপ : অকল্যান্ডে আদিম ঐতিহ্যের বর্ণিল উদ্বোধন

ফিফা নারী বিশ্বকাপ : অকল্যান্ডে আদিম ঐতিহ্যের বর্ণিল উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধন ঘিরে তৈরি হয়েছিল শঙ্কা। কারণ, টুর্নামেন্ট উদ্বোধনের ঘণ্টা তিনেক আগে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী ম্যাচের ভেন্যু অকল্যান্ডের ইডেন পার্কের অদূরেই বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন এক বন্দুকধারী সন্ত্রাসীসহ তিন জন। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। ভয়ঙ্কর এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর পুরো অকল্যান্ড শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেই শঙ্কা দূর করে আদিম ঐতিহ্যের বর্ণিল উদ্বোধনের মধ্যদিয়ে নিরাপদেই যাত্রা শুরু করেছে মেয়েদের নবম ফুটবল বিশ্বকাপ।
এই প্রথম মেয়েদের বিশ্বকাপের আয়োজক যৌথভাবে দুটি দেশ—অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এমনিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রতিবেশী। তবে ফিফা নারী বিশ্বকাপে দেশ দুটি প্রতিনিধিত্ব করছে ভিন্ন দুটি মহাদেশের হয়ে। অস্ট্রেলিয়া প্রতিনিধিত্ব করছে এশিয়া মহাদেশের হয়ে। নিউজিল্যান্ড ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি। ভিন্ন দুটি মহাদেশীয় অঞ্চলের দুটি দেশের যৌথ আয়োজক হওয়ার ঘটনাও ঘটল প্রথম। তবে উদ্বোধনী অনুষ্ঠানে দুই আয়োজক দেশই একবিন্দুতে মিলে নিজেদের আদি যুগের ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।
অকল্যান্ডের ইডেন পার্কে ১০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি উপজাতী ও অস্ট্রেলিয়ার আদিবাসী উপজাতীর শিল্পীরা। আদিবাসী গান, আদিবাসী নৃত্যসহ নানা কসরতের মাধ্যমে তামাটে রঙের আদিবাসী মানুষরা নিজেদের আদিকালের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ৪০ হাজার ধারণক্ষমতার ইডেন পার্ক স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। সকালের ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার শঙ্কা দূর করে উপ-বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ফুটবলপ্রেমী দর্শকরা প্রাণভরে উপভোগ করেছেন বিশেষ রঙের বিশেষ আকৃতির মানুষদের বিশেষ ঢঙের পারফরম্যান্স।
সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় পুরোটা জুড়েই ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আদিকালের ঐতিহ্য-সংস্কৃতির ছোঁয়া। গ্যালারির দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছে এবং করতালির মাধ্যমে অভিবাদন জানিয়েছে। বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘ডু ইট এগেইন’ যৌথভাবে পারফর্ম করেছেন নিউজিল্যান্ডের সংগীতশিল্পী বিনী এবং অস্ট্রেলিয়ান সংগীতজ্ঞ মালরাত মিলে। তাদের সঙ্গে ছিলেন তাদের সহশিল্পীরাও। সকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদ স্বরূপ ‘এক মিনিট নীরবতা’ও পালন করা হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে। ক্ষণিক সময়ের চমকিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচেও চমক দেখিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচেই তারা ১-০ গোলে হারিয়ে দিয়েছে ১৯৯৫ আসরের চ্যাম্পিয়ন নরওয়েকে।