আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টে ঈদের ছুটি

ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টে ঈদের ছুটি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র


NRBশামীম আহমেদ, নিউইয়র্ক থেকে: ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টে দুই ঈদের দিনকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। নিউইয়র্ক স্কুল ডিস্ট্রিক্টের পর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট যেখানে মুসলমান ছাত্র-ছাত্রীদের ঈদ উদযাপনের সুযোগ সৃষ্টি হলো।

ফিলাডেলফিয়া সিটি মেয়র জিম কেনি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সিটি প্রশাসনের সকল মুসলমান কর্মচারির জন্যেও দুই ঈদের দিন ছুটি ঘোষণার একটি পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স।

মেয়রের এই মনোভাবের প্রশংসা করে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’ এর মুখপাত্র ইব্রাহিম হুপার বলেছেন, তাহলে এই ফিলাডেলফিয়া হবে যুক্তরাষ্ট্রের প্রথম একটি সিটি, যেখানে কর্মচারিরাও ঈদের ছুটি ভোগ করতে পারবেন। ইব্রাহিম বলেন, ঈদের দিনে স্কুল ছুটির ব্যাপারটি একেবারে নতুন নয়।

তবে, ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট বক্তব্যে সারা আমেরিকায় মুসলিম কম্যুনিটিতে অস্বস্তি বিরাজ করছে। এমনি অবস্থায় ফিলাডেলফিয়া সিটির এই পদক্ষেপের গুরুত্ব অপরিসীম। সিটি হলে এক সংবাদ সম্মেলনে মেয়র কেনী বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের ঘোষণা রয়েছে ফিলাডেলফিয়া সিটি চার্টারে। সে নীতি সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট উইলিয়াম আর হিটে জুনিয়রও ছিলেন। মেয়র উল্লেখ করেন, আমাদের জাতীয়তা এবং ধর্মীয় পরিচিতি ভিন্ন হতে পারে, তবে এই সিটি সকল ধর্ম-বর্ণ আর গোত্রের মানুষকে সবসময় স্বাগত জানায়। ধর্মীয় সম্প্রীতির বন্ধনে এই সিটির সকলে বসবাস করছেন।

গতবছর সিটি কাউন্সিলে পাশ হওয়া বিলের পরিপ্রেক্ষিতে ঈদের দিন পাবলিক স্কুলসমূহে ছুটি ঘোষণার রীতি চালু হলো। ফিলাডেলফিয়া সিটিতে ২ লাখের অধিক মুসলমান বসবাস করছেন। সিটি মেয়র বলেন, ধর্মীয় উৎসবের দিনকে ছুটি ঘোষণার নীতি-নির্দ্ধারণের জন্যে গঠিত টাস্কফোর্সে রয়েছেন সিটির শ্রমিক ইউনিয়ন, ব্যবসা-বাণিজ্য, মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা। কোর্ট সিস্টেমের লোকও রয়েছেন।

তবে এই টাস্কফোর্সের প্রধান দায়িত্ব হচ্ছে ছুটির দিন সম্পর্কে সনির্দিষ্ট সুপারিশ তৈরী করা। ২০১৮ সালের জুনের ১৪ তারিখে ঈদুল ফিতরের ছুটির মধ্য দিয়ে নতুন এ রীতি কার্যকর হবে। এর আগের ঈদ হবে গ্রীষ্মের ছুটির মধ্যে।

এদিকে, ফিলাডেলফিয়া সিটি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বছরে ১১ দিন ছুটি পাচ্ছেন। এরমধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন এবং গুড ফ্রাইডের জন্যে দুদিন রয়েছে। স্কুল ডিস্টিক্টের ক্যালেন্ডারে অবশ্য রোশ হাসানাহ এবং ইয়ম কিপুরের দুদিনও ছুটি রয়েছে।

ফিলাডেলফিয়া ঈদ কোয়ালিশনের কর্মকর্তা সেলিমা সাসওয়েল বলেন, স্কুলগামী মুসলমান ছাত্র-ছাত্রীদের জন্যে ছুটি ঘোষণার ব্যাপারটি খুবই উৎসাহব্যঞ্জক হবে।