আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২২ , ৫:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে। শুক্রবার মিন্দানাওয়ের বাঙসামোরো স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।  রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা পানি ও ভারী কাদার নিচ থেকে ৪২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। আরও অনেকে কাদার নিচে চাপা পড়েছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিনারিমবো টেলিফোনে বলেছেন, ‘ঘটনাস্থল মূল্যায়নের উপর ভিত্তি করে ওই নির্দিষ্ট স্থানে অনেকে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা ৮০ হতে পারে। কিন্তু আমরা আশা করছি যে এটি সেই সংখ্যায় পৌঁছাবে না।’

স্থানীয় সময় শুক্রবার রাতে ক্রান্তীয় ঝড় নালজি ফিলিপাইনের সামার প্রদেশে আঘাত হানতে পারে। সতর্কতা হিসেবে নালজির যাত্রাপথে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।