আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ফিলিপাইনে ৮৫ জন যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনে ৮৫ জন যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২১ , ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের ব্রজিতে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। আজ রবিবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানান, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।