আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ফিলিস্তিনের ২ এমপিকে আটক করেছে ইসরায়েল

ফিলিস্তিনের ২ এমপিকে আটক করেছে ইসরায়েল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২০ , ৯:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ফিলিস্তিনের ২ এমপিকে ইসরায়েল আটক করেছে বলে জানা গেছে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-আহাদ। প্রতিবেদনে বলাহয়, রোববার পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে একদল ইসরায়েলি সেনা হানা দেয়। এ সময় ফিলিস্তিনের দুই এমপিকে আটক করা হয়।

আটককৃত ফিলিস্তিনি এমপিরা হলেন হাতাম কাফিশা ও নায়েফ রাজুব। তারা ইসরায়েলের দখল দারিত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছিলেন। বর্তমানে এ নিয়ে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের ৯ জন এমপি আটক রয়েছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে হানা দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের আটক করছে।