ফুটন্ত তেলের উপর সন্ন্যাসীর ধ্যান (ভিডিওসহ)
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ
অনলাইন ডেস্ক: সন্নাসীরা নানাভাবেই ধ্যান করেন। কিন্তু তাই বলে ফুটন্ত তেলভর্তি পাত্রের উপর বসে কেউ ধ্যান করছেন এটা শুনলে চমকে উঠতেই হয়। টগবগ করে ফুটছে তেল, নিচে দাউ দাউ আগুন। আর তেলের উপর ধ্যানে মগ্ন বৌদ্ধ সন্ন্যাসী। তিনি নির্লিপ্তভাবে পূর্ণ মনযোগে ধ্যান করে চলেছেন।
সম্প্রতি এইরকমই একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। যদিও ফুটন্ত তেলের উপর ধ্যানমগ্ন সন্ন্যাসীর নাম জানা যায়নি। একইসঙ্গে অপর এক সন্ন্যাসীকেও ধ্যানরত অবস্থায় দেখা গেছে।
তবে যুক্তিবাদীরা এর ব্যাখ্যাও দিয়েছেন। তাঁরা বলছেন, তেল ঢালার আগে পাত্রে কিছু লতাপাতা এবং ওষুধ দেওয়া হয়েছে। যার জেরে ওই ফুটন্ত তেলের তাপ অনেকটা কমে গেছে। তাছাড়া ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে না পাত্রটির তেল আদৌ ফুটন্ত কিনা।” যুক্তিবাদীরা যতোই যুক্তি দেখাক কেউই ওই ভিডিওটির জালিয়াতি প্রমাণ করতে পারেনি।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবেই ছড়িয়ে পড়েছে ফুটন্ত তেলের উপর ধ্যনমগ্ন বৌদ্ধ সন্ন্যাসীর ভিডিও।