আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফেক আইডি নিয়ে বিড়ম্বনায় বর্ষা চৌধুরী

ফেক আইডি নিয়ে বিড়ম্বনায় বর্ষা চৌধুরী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   জনপ্রিয় গায়িকা বর্ষা চৌধুরী বর্তমানে ফেক আইডি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। গান ছাড়াও তিনি স্যোশাল ওয়ার্কের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তার ব্যাবহার করা ফেসবুক পেজগুলো তার সাক্ষ্য বহন করে। তাই কিছু অসাধু ব্যাক্তি বা মহল বর্ষার নামে ফেসবুক আইডি খুলে অনেকের কাছে টাকা চাইছে বলেও অভিযোগ পেয়েছেন এই কণ্ঠশিল্পী। এজন্য তিনি ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছেন ২৮ মার্চ। জিডি নাম্বার- ১৩৯৯।

এ প্রসঙ্গে বর্ষা চৌধুরী জানান, আমার নামে খোলা ফেক আইডি দিয়ে অনেকের কাছে টাকা চাওয়ার অভিযোগ পেয়েছি আমি। তাই আমি সবাইকে অনুরোধ করছি, ফেসবুকে কেউ আমার নামে টাকা চাইলে তা আমাকে জানাবেন প্লিজ। এসব ফেক আইডি থেকে কোনো আপত্তিকর স্ট্যাটাস দিলে তা নিয়ে আমাকে ভুল বুঝবেন না। এই ব্যাপারে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের সাহায্য নিয়েছি। সেখান থেকে আমাকে আশ্বাস দেয়া হয়েছে, আমার নামে যারা ভুয়া আইডি ফেসবুকে চালাচ্ছে- তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।