আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ফেনীতে অস্ত্রসহ বিএনপি প্রার্থী আটক

ফেনীতে অস্ত্রসহ বিএনপি প্রার্থী আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:৪২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


sonagazi-bnpফেনী: ফেনীতে অস্ত্রসহ সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাত দেড়টার দিকে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত ফাহিম জানান। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের ওই সড়কে অভিযান চালায় ৠাব। এসময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আবুল কালামের শরীর থেকে দু’টি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও অস্ত্র কেনার জন্য আনা লাখ টাকা উদ্ধার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যমতে চরদরবেশে তার বাড়ি থেকে একটি শর্টগান, দু’টি ওয়ানগান, ১০ রাউন্ড গুলি ও তিনটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক আবুল কালাম ফেনীর উপকূলীয় দস্যু ভাগিনা কালাম বাহিনীর পৃষ্ঠপোষক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।