আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফেনীতে ইয়াবা সেবনকালে ৩ যুবক আটক

ফেনীতে ইয়াবা সেবনকালে ৩ যুবক আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


yaba-feniফেনী: ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন থেকে ইয়াবা সেবনকালে তিন যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাতে ওই ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের কাচারী ঘর থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- ওই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে গিয়াস উদ্দিন (২৫), মধ্যম লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ইফতেখার ইসলাম শাহীন (২৪) ও লষ্করহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (২৪)।

ফেনী ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় তার কাচারী ঘর থেকে ইয়াবা সেবনকালে গিয়াস, ইফতেখার ও মাইন নামে তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরো ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।