আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফেনীতে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফেনীতে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৭:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


5কাগজ অনলাইন প্রতিবেদক: ফেনী শহরের চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টরকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুন) বিকেলে ফেনীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মূসা হাসনাত, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক ও সারওয়ার সালাম উপস্থিত ছিলেন।

নিয়ম অনুযায়ী হাসপাতাল পরিচালনা না করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও টেকনিশিয়ান না থাকায় ফেনী জেনারেল হাসপাতালকে দেড় লাখ টাকা, রয়েল হাসপাতালকে ৫০ হাজার টাকা, মহিপাল ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা ও মডার্ন সেন্ট্রাল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে চিকিৎসা খাতে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নের উদ্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।