আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফের আইসিইউতে পেলে

ফের আইসিইউতে পেলে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : হাসপাতালের আইসিইউতে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। সম্প্রতি অস্ত্রোপচার করে কোলন টিউমার ফেলে দিতে হয়েছে কিংবদন্তী এ ফুটবলারকে। তবে সুস্থ হয়ে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার পেলেকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে রাখা হয়েছে তাকে। ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার পেলে কোলনে টিউমারে আক্রান্ত ছিলেন। তার ডান দিকের কোলন থেকে টিউমারটি অস্ত্রোপচার করে বের করে দেন ফ্যাবিও ও মিগুয়েল নামের দুই চিকিত্‍সক। ৮০ বছর বয়সী তিনবারের এই বিশ্বকাপ জয়ী তারকাকে সার্বক্ষণিক ডাক্তারি পরিচর্যার মধ্যে রাখা হয়েছে বলে জানা গেছে।