আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ফের আইসিইউতে রফিকুল ইসলাম মিয়া

ফের আইসিইউতে রফিকুল ইসলাম মিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেবিন থেকে আবারো আইসিইউতে নেয়া হয়েছে। সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রফিকুল ইসলাম মিয়াকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন রাতেই হাসপাতালে আইসিইউতে রাখা হয়।

রোববার সকালে তাকে কেবিনে নেয়া হয়েছিল। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন।