আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের কলকাতার সিনেমায় সরব হচ্ছেন ফারিয়া

ফের কলকাতার সিনেমায় সরব হচ্ছেন ফারিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ৫:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। দুই বাংলায় কাজ করে যাচ্ছেন তিনি। এদিকে বেশকিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন এই নায়িকা। এরই মধ্যে গত ১৩ আগস্ট চোখে অস্ত্রোপচার করে বর্তমান তিনি বিশ্রামে রয়েছেন। আগামী মাস থেকে কাজে ফিরবেন বলেও জানান তিনি।

ফারিয়া জানান, অনেক দিন ধরেই তার ডান চোখে সংক্রমণ হয়েছিল। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অস্ত্রোপচার করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী মাসের ২৫ তারিখ থেকে কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি।

এ ছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর। ওই উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব’।