আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের বিয়ে করলেন অভিনেত্রী দিয়া মির্জা

ফের বিয়ে করলেন অভিনেত্রী দিয়া মির্জা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২১ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ফের বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার ব্যবসায়ী বন্ধু বৈভবের সঙ্গে মালাবদল করেন তিনি। বিয়ে শেষে জীবনসঙ্গীকে সবার সাথে পরিচয় করে দেন দিয়া। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কোনওরকম আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ছাড়া শুভ কাজ সারেন অভিনেত্রী। বলিউড তারকাদের মধ্যে দেখা যায় অদিতি রাও ও জ্যাকি ভাগনানিকে। সব মিলিয়ে ৫০ জন হাজির ছিলেন বিয়ের আয়োজনে।

উল্লেখ্য, গত বছর করোনার সময় বৈভব রেখির সঙ্গে সম্পর্কে জড়ান দিয়া মির্জা। এরপর থেকে নিয়মিত বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারা। তবে সম্পর্ক ও প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ নিয়ে সচেতন ছিলেন। গণমাধ্যমের সামনে এ নিয়ে কথাও বলেননি তিনি।

এর আগে ২০১৯ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে দীর্ঘ এগারো বছরের বিবাহিত জীবনের ইতি টানেন দিয়া মির্জা। সেসময় নিজের ট্যুইটার হ্যান্ডেলে বিচ্ছেদের কথা জানিয়ে লম্বা একটা লেখা পোস্ট করেন তিনি।