ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কোথায় গিয়ে পড়েছে কিংবা কতটুকু উচ্চতা দিয়ে উড়ে গেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় সময় কখন এটি ছোড়া হয়েছিল তাও জানানো হয়নি।
চলতি বছর অনেকগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। তবে এই উৎক্ষেপণ বা পরীক্ষা সফল হয়নি বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। ধারণা করা হচ্ছে আগামী মাসে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে দেশটি একের পর এক ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।