আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ফের ৫০ পয়সা বাড়ল ডলারের দাম

ফের ৫০ পয়সা বাড়ল ডলারের দাম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২২ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  দেশের মুদ্রাবাজারে টাকার বিপরীতে ফের ৫০ পয়সা বাড়ল ডলারের দাম। মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের জন্য ৯৩ টাকা ৪৫ পয়সা খরচ করতে হয়েছে, যা দেশে ডলারের দামের সর্বোচ্চ রেকর্ড। এর আগেরদিন (সোমবার) ডলারের দাম ছিলো ৯২ টাকা ৯৫ পয়সা। পরদিন কমেছে যা আরও ৫০ পয়সা।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তিনি জানান, ২৮ জুন ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে বিক্রি করা হয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। এদিন ৯৩ টাকা ৪৫ পয়সা দাম নির্ধারিত হয়েছে। আর এটাই আন্তঃব্যাংক দর।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশ। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ২০ শতাংশ। গত বছরের ৩০ জুন প্রতি ডলারের জন্য ৮৪ টাকা খরচ করতে হয়েছে। এক মাস আগে ৩০ মে লেগেছিলো ৮৯ টাকা।

এছাড়া মে মাসে ডলারের দাম বেড়ে খোলা বাজারে ১০২ টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছিলো। পরে কিছুটা কমে বর্তমানে খোলা বাজারে বেচাকেনা হচ্ছে ৯৯ টাকায় ডলার।