আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি ফেসবুকে কেয়ার ইমোজি পাবেন কিভাবে?

ফেসবুকে কেয়ার ইমোজি পাবেন কিভাবে?


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


দিনের শেষে ডেস্ক : ফেসবুক সম্প্রতি তাদের রিয়্যাক্ট ইমোজির সাথে আরও একটি ইমোজি যুক্ত করেছে। এই ইমোজির নাম – কেয়ার। এর আগে ফেসবুকে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি রিয়্যাক্ট ছিল। যদিও নতুন কেয়ার ইমোজি এখনও সবাই পায়নি। স্বাভাবিক ভাবে এই রিয়্যাক্ট ইমোজি আসতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে আপনি চাইলে এখনই এই কেয়ার রিয়্যাক্ট ইমোজি প্রোফাইল সক্রিয় করতে পারেন। নতুন এই রিয়্যাক্ট ইমোজিতে একটি কিউট ইমোজি দ্বারা হার্টকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের সময় মানুষ যাতে একে অপরকে সহযোগিতা করে তাই এই রিয়্যাক্ট ইমোজি নিয়ে এসেছে ফেসবুক। সম্প্রতি ফেসবুক জানিয়েছিল, ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপ ছাড়াও ব্যবহারকারীরা ওয়েব ভার্সনেও নতুন ইমোজি এবং রিয়্যাক্ট দেখতে পাবেন। এই রিয়্যাক্টগুলো করোনা ভাইরাস সংক্রমণের সাথে সম্পর্কিত এবং ব্যবহারকারীদের সমর্থনকে নির্দেশ করবে।

ফেসবুকে কেয়ার ইমোজি পাবেন কিভাবে?

২. এবার প্রোফাইলে থাকা কোনো পোস্টে কমেন্ট করুন এটি লিখে #Care_Emoji_ON।

৩. এরপর ওই কমেন্টে রিয়্যাক্ট করার সময় আপনি কেয়ার ইমোজি দেখতে পাবেন।

৪. এর ১০-২০ মিনিট পর আপনি সব পোস্টে কেয়ার ইমোজি পাবেন।