আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ফেসবুক-টুইটার চালু

ফেসবুক-টুইটার চালু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৪ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :   বশেষে খুলে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটার। ১৪ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার পর ফেসবুক-টুইটার খুলে দেয়া হয়েছে।    এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক,  টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’