আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ফ্যাশনে আবার ফিরে এলো ‘এয়ার ফোর্স স্নিকারস’

ফ্যাশনে আবার ফিরে এলো ‘এয়ার ফোর্স স্নিকারস’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


Untitledঅনলাইন ফ্যাশন ডেস্ক: ফ্যাশনে একটি জিনিস পুরানো হয়ে যাবার পর নতুন করে তা আবার চলে আসাটা সময়ের ব্যাপার মাত্র।

এবার এটা ঘটল ২০০০ এর ক্লাসিক এয়ার ফোর্স স্নিকারসের ক্ষেত্রে। সে সময়কার বেশ জনপ্রিয় আইটেম ছিল এই এয়ার ফোর্স স্নিকারস, যা এখন আবার তৈরি করছে বিখ্যাত ব্র্যান্ড ‘নাইকি’।

এই স্নিকারসটি পুনরায় চলে আসার পর তা দেখা যাচ্ছে অনেক মডেলদের পায়ে। তাদের মধ্যে আছেন গিগি হাডিড এবং কাইলি জেনার। যা দেখার পর আপনিও হয়তো ক্লাসিক স্টাইল হিসেবে একে গ্রহন করতে অনুপ্রাণিত হবেন।

আর যখনই আপনি নিজে থেকে এই স্টাইলকে আপনার পোশাকেই সাথে পরার জন্য অনুপ্রাণিত হবেন, তখন মনে রাখবেন যে, আপনি সঠিক স্টাইলকেই বেছে নিয়েছেন।