আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফ্রেঞ্চ ওপেন: ফাইনালে কেনিনের প্রতিপক্ষ ইগা সুইয়াটেক

ফ্রেঞ্চ ওপেন: ফাইনালে কেনিনের প্রতিপক্ষ ইগা সুইয়াটেক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২০ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের এ তারকাকে ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন ২১ বছরের মার্কিন তরুণী সোফিয়া কেনিন। শনিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী মার্কিন তারকা কেনিনের প্রতিপক্ষ পোল্যান্ডের ইগা সুইয়াটেক। ফলে লাল দুর্গের রাজ্যত্ব যাচ্ছে নতুন রাণীর হাতে। শেষ চারের লড়াইয়ে ১৯ বছরের সুইয়াটেক জিতেছেন মাত্র ৭০ মিনিটে। আর্জেন্টাইন প্রতিপক্ষ নাদিয়া পোদোরোস্কাকে ৬-২ ও ৬-১ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো মেজর টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছেন এই পোলিশ টিনেজার।