আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফ্রেঞ্চ ওপেন: শেষ আটে পেত্রা কেভিতোভা

ফ্রেঞ্চ ওপেন: শেষ আটে পেত্রা কেভিতোভা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২০ , ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন পেত্রা কেভিতোভা। ২০‌১২ সালের পর এই প্রথম ক্লে-কোর্টের এ গ্র্যান্ড স্ল্যাম আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেন চেক প্রজাতন্ত্রের এ মেগাস্টার।
শেষ ১৬ পর্বের লড়াইয়ে কেভিতোভা হারিয়েছেন চীনা প্রতিপক্ষ ঝ্যাং শুয়াইকে। জিতেছেন সরাসরি সেটে ৬-২ ও ৬-৪ গেমে। অশ্রুসজল চোখে উদযাপন করলেন সে জয়। ২০১৬ সালের ডিসেম্বরে নিজের ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তিনি। হাতের ইনজুরিটা ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাাঁড়িয়ে ছিল। সেই বাধা কাটিয়ে ছয় মাস পর ফ্রেঞ্চ ওপেন দিয়ে এ টেনিস সুপারস্টার ফেরেন কোর্টের লড়াইয়ে। ম্যাচ শেষে পুরনো সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে চোখের জল আটকে রাখতে পারেননি কেভিতোভা।