আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফ্রেমবন্দি ভিক্যাটের বিয়ে

ফ্রেমবন্দি ভিক্যাটের বিয়ে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২১ , ৪:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়েটা সেরেই ফেললেন বলিউড তারকা দম্পত্তি ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। আলোচিত এই বিয়ের অনুষ্ঠানের কিছু ছবিতেই দেখে আসা যাক কেমন ছিলো আসলে তাদের এই কাছে আসার যাত্রা।

কাছের মানুষ আর অতিথিদের সম্মুখে নিজেদের গাটছাড়া বাঁধার স্মৃতিকে এভাবেই ফ্রেমবন্দি করছেন বিটাউনের নতুন এই দম্পত্তি

বিয়ের তথ্য লুকিয়ে রাখার জন্য কম কিছু করেননি তারা। পারলেন আর কই? পাপারাজ্জিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়লেন রাজস্থানের সিক্স সেন্স দুর্গের ওপরে

লাল লেহেঙ্গা আর মাথায় জড়োয়ার সাজে সেজেছিলেন বলিউড হার্টথ্রব ক্যাট। ঘিয়ে রংয়ের শেরওয়ানি আর উত্তরীয়তে বিয়ের আসরে হাজির উরি তারকা ভিকি কৌশল

নিজেদের কথা নিজেরাই বললেন, আমাদের এক সূত্রে বেঁধেছিলো যা, তার সব কিছুকেই ভালোবাসা জানাই। নতুন যাত্রা শুরুর প্রাক্কালে আশীর্বাদ ও ভালোবাসা চাই আপনাদের সকলের কাছে

 

একদিকে ছিলো বাজির আলো আর শব্দ অন্যদিকে দুজনের হৃদয়ের স্পন্দন। মাত্রা বেশি কোনটার?

 

দুয়ে দুয়ে মিলে চার হাত এক তো হলো বলিউডের নতুন এই জুটির। ভালোবাসার বাঁধনে ঘেরা একে অপরের এতো কাছে আসেনি বোধহয় আগে