ফ্লেমিংয়ের আক্ষেপ ওপেন কেন করছে না ধোনি!
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২০ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : চেন্নাই সুপার কিংস আসরটা শুরু করেছিল দারুণ এক জয়ে। এরপর টানা তিন ম্যাচে হার দেখে তারা। প্রশ্ন উঠে যায় চেন্নাইয়ের দল নিয়ে, ব্যাটিং অর্ডার নিয়ে, ব্যাটিংয়ের ধরণ নিয়ে। তবে কিংস ইলেভেন পঞ্জাবের বিপক্ষে জমে থাকা রাগ উগরে দিয়েছে চেন্নাই। জয় তুলে নিয়েছে ১০ উইকেটে।
আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে পঞ্জাব তুলেছিল ১৭৮ রান। ফ্যাফ ডু প্লেসি ও শেন ওয়াটসন ব্যাট করতে নেমে দু’জনেই ৮৭ রানের ইনিংস খেলেন। দলকে জেতান ১৪ বল বাকি থাকতে। চেন্নাইয়ের দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ের সময় দলের কোচ স্টিফেন ফ্লেমিংকে প্রশ্ন ছুড়ে ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘যদি কোন উইকেট না পড়ে তাহলে তো ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে কোন আলোচনা হবে না। তাই না?’
ফ্লেমিং মজা করে দিয়েছেন তার উত্তর। বলেছেন, তবুও প্রশ্ন উঠবে। এবার হয়তো প্রশ্ন তোলা হরে ধোনি কেন ওপেনিংয়ে ব্যাট করতে নামলো না। এসব প্রশ্নের জন্য প্রস্তুত আমরা। এর আগে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে অবশ্য বিব্রতকর প্রশ্ন করা হয়েছে ফ্লেমিংয়ের কাছে। তিনি এর জবাবও দিয়েছেন।