আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ফ্লোরিডার পথে ঝড় ‘কলিন’

ফ্লোরিডার পথে ঝড় ‘কলিন’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৪:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


i-35অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো উপসাগরে গতকাল রোববার সৃষ্টি হয়েছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘কলিন’। এটি এখন ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আটলান্টিকের দিকে যাওয়ার আগে এটি ফ্লোরিডার পশ্চিম উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির জাতীয় হারিকেন সেন্টার (এনইচসি) জানায়, গ্রীষ্মমন্ডলীয় ঝড় কলিন ফ্লোরিডার টেম্পার প্রায় ৪৬০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এটি ঘন্টায় ৯ কিলোমিটার বেগে উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এ এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ মাইল।

আজ সোমবার গ্রীনিচ ১২ টা ১ সেকেন্ডে মায়ামি ভিত্তিক এনএইচসি জানায়, কলিন ফ্লোরিডা পৌঁছার আগে কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে। ঝড়ের প্রভাবে তিন থেকে পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানান, আগামী ১ জুন আটলান্টিকে হারিকেন মৌসুম শুরু হচ্ছে। এ মৌসুমে এখানে আরো কয়েকটি ঝড় তৈরি হতে পারে। ৩০ নভেম্বর পর্যন্ত এ মৌসুম চলবে।

ন্যাশনাল ওশানিক এন্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন্স (এনওএএ) ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানায়, এ মৌসুমে আটলান্টিকে ১০ থেকে ১৬ টি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সৃষ্টি হতে পারে। এর মধ্যে চার থেকে আটটি হারিকেনে পরিণত হতে পারে।

সূত্র: এএফপি