আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফ্ল্যাটে গ্যাসের চুলার আগুনে দুই বোন দগ্ধ

ফ্ল্যাটে গ্যাসের চুলার আগুনে দুই বোন দগ্ধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২২ , ৪:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে দুই বোন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বাকলিয়ার একটি ফ্ল্যাট বাড়ির ৫ তলায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আলাউদ্দীন খালেদের মেয়ে সাবরিনা খালেদ (২৩) ও সামিয়া খালেদ (১৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দগ্ধ দুই নারীকে উদ্ধার করে। বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে।