আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে আ.লীগের মনোয়ন প্রত্যাশী নূর মোহাম্মদের ঈদের শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে আ.লীগের মনোয়ন প্রত্যাশী নূর মোহাম্মদের ঈদের শুভেচ্ছা বিনিময়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৩ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে বকশীগঞ্জে ঈদের শুভেচ্ছা বিনিময় গণসংযোগ ও মত বিনিময় সভা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ। ৩ জুলাই সোমবার দিনভর উপজেলার বগারচর ইউনিয়নের মানুষের সঙ্গে বোনাস ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগ শেষে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর মোঘল রাজার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু জাফর, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক বন ও পরিবেশ বিষয় সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শোয়েব আল হাসান সজল সহ অনেকে। এছাড়াও বিকালে সাধুরপাড়া ইউনিয়নেও গণসংযোগ মতবিনিময় সভা করেছেন। মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ বলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটিবার আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়ে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ মানুষের সেবা করার সুযোগ করে দিবেন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিলে আমি রেকর্ড ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করব।