বকশীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২২ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনায় ঘটায়। ডাকাতরা বাড়িতে প্রবেশ করে প্রথমেই আতঙ্কের সৃষ্টি করে কোন কিছু বুঝে উঠার আগেই আমার বৃদ্ধ মা, বোনের গলায় ধারালো ছুরি ঠেকায় এবং আলমারীর চাবি কোথায় জানার জন্য তাগিদা দেয়। আমার বৃদ্ধ মা আলমারীর চাবি দিতে রাজি না হলে ডাকাতরা আলমারী ভেঙে নগদ ২০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে যায়। এমনকী আমার মা-বোনদের শরীরে থাকা অলঙ্কারও ডাকাতরা নিয়ে যায়। ডাকাতরা প্রায় ১২০ ভরি স্বর্ণ ও নগদ ২০ লাখ টাকা লুট করে নিয়েছে। ডাকাতরা যাওয়ার সময় শাসিয়ে যায় এ ঘটনায় থানায় কোনরকম অভিযোগ বা মামলা না দেয়ার জন্য।
ঘটনার সূত্রপাত হয় গত শনিবার গভীর রাতে। ডাকাতরা ২ ঘণ্টাব্যাপী বাড়িতে অবস্থান করে রাত ৪টা দিকে মালামালসহ পালিয়ে যেতে যায়। ঘটনাটি ঘটেছে বকশিগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিনা বেগম বলেন, ‘বাড়িতে দারোয়ান ছাড়া আর কোনো পুরুষ লোক না থাকায় সহজেই ডাকাতি সংঘটিত করতে সক্ষম হয়। এ সময় আমি ঢাকা অবস্থান করছিলাম। এ ঘটনায় বাড়ি ফিরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করব।’
এদিকে, বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে। আমরা অল্প সময়ের মধ্যে ডাকাতদলকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’
এদিকে ডাকাতির ঘটনায় স্থানীয় সাংবাদিকরা থানায় গেলে থানার ওসি তরিকুল ইসলাম তদের সঙ্গে দুর্বব্যবহার করে এক পর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন। হঠাৎ তার এমন অশালীন আচরণে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ওসি বলেন, সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি না। আপনাদের সঙ্গে আমি কোনো বক্তব্য দেব না।
এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক এম শাহীন আল আমীন, আবদুল লতিফ লায়ন, সরকার আবদুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, আশরাফুল হায়দার, মাসুদ উল হাসান, এইচ এম মূসা আলী, গোলাম রব্বানী নাদিম, রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান, এম এ ছালাম মাহমুদ, একে এম নুর আলম নয়ন, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাবু, মোহাম্মদ আসাদ ও আলমাছ আলী প্রমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।
এ ব্যাপারে জানতে চাইলে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেনো সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখব।