আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৩ , ৭:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী হোসেন আলীকে গালিগালাজ ও কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (শনিবার) বিকালে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সারমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঘল রেজা, সাধারণ সম্পাদক সেলিম রেজা সিদ্দিক, আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন সরকার, সদস্য রেজাউল করিম, বগারচর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু রায়হান, উপজেলা ছাত্রলীগের সদস্য নিয়ামত উল্লাহ নিয়ামত সহ অনেকেই।
এসময় বক্তব্যরা বলেন, অবিলম্বে বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিককে উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে বহিষ্কারের দাবি জানান। বক্তব্য আরো বলেন, বহিষ্কার করা না হলে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রম স্থগিত থাকবে।