আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে কৃষক হত্যা : ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

বকশীগঞ্জে কৃষক হত্যা : ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৩ , ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবুল কাশেম দুলাল হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন-বগারচর ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম, আশাদুল্লা, নূরনবী, ফরিদ উরফে বাংগা, আকরাম হোসেন, আবু মিয়া, আমির হোসেন, মেহেদী, আনোয়ার, মিজানুর রহমান, জিয়াউল, মিষ্টার, মানিক, তৈয়েব আলী, ফারুক, আকাশ, রাব্বানী, ফুয়াদ, দুলাল, কালাম, রিপন, নয়ন, লালচান, সোহেল, আনারুল, মাসুম, জিয়াউল, নূর আলম, তাজামল, জাহাঙ্গীর, আলমগীর, আজিজ, আকাশ ২, পলাশ, ফকির আলী, রফিজল হক, রশিদ, ওয়াজেদ। জানা যায়, বুধবার আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে ধাক্কা লেগে স্থানীয় এক ব্যক্তির ছাগল আহত হয়। এ নিয়ে ওই শিক্ষক অপমানের শিকার হন। মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় নিহত আবুল কাশেম দুলাল উপস্থিত হয়ে শিক্ষকের পক্ষ নিয়ে প্রতিবাদ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করলেও এঘটনাকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম দুলাল আলীপাড়া দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ বাঙ্গা মিয়াসহ তার সহযোগীরা হামলা করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।