আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৩ , ৯:৩৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আজ সংবাদ সম্মেলন করা হয়েছে। বগারচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলনটি করা হয়। ২ মে দুপুরে জামালপুরের একটি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত পত্র পাঠ করেন বগারচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম, জুবায়ের ইসলাম জুয়েল।
এ সময় তিনি উল্লেখ করেন, স্থানীয় ভূমিদস্যু ও মামলাবাজ গাজী আমানুজ্জামান নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য কৃষক দুলাল হত্যা মামলায় মিথ্যাভাবে ফাঁসিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করার পাশাপাশি সাধারণ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী বরাবর বিশেষ আবেদন করেছেন।