আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৭, ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলে ছাগল আহত হয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল কাশেম দুলাল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত আবুল কাশেম বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে আলীরপাড়া গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে আলীরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় আবু মিয়ার একটি ছাগলকে চাপা দেয়। এনিয়ে আমিনুল ইসলামের সঙ্গে আবু মিয়া, বাংগা মিয়া, মদ্দি মিয়ার ছেলে আকরাম হোসেনের বাকবিতন্ডা হয় এবং শিক্ষক আমিনুল ইসলামকে অপমান করে। বিষয়টি নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কাশেম দুলাল ও তার লোকজন প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আব্দুর রাজ্জাক হাজীর ছেলে আবুল কাশেম দুলাল তার কাজের জন্য নিজ বাড়ি থেকে বের হলে পথে ফরিদ বাঙ্গাল, বাংগা মিয়া, আকরাম হোসেন, মেহেদী হাসান সহ কয়েকজন তাঁকে বাঁধা প্রদান করলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে দুলালের মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।