আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সোডের আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। প্রশিক্ষণ কর্মশালার দুর্যোগকালীন বিভিন্ন সমস্যা ও পরিত্রাণের উপায় তুলে ধরে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভ‚মি) আতাউর রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপ সহকারী প্রকৌশলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের বুলবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মফিজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস, বগারচর ইউপি চেয়ারম্যান মুসাদ্দেকুর রহমান প্রমাণিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।