আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৩ , ৭:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ডুবে নুসরাত আক্তার নামে ৪ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত আক্তার বিলের পাড় গ্রামের লিটন মিয়ার মেয়ে। নুসরাতের স্বজন মোতালেব হোসেন জানান, সকালে গ্রামের শতাধিক মানুষ বিলের নতুন পানিতে মাছ ধরতে শুরু করে। নুসরাত তার স্বজনদের সঙ্গে বিলের পাশে যায়। এমন সময় নুসরাত নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু করে সবাই। পরে বিলের পাড়ে নুসরাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। এদিকে শোকাহত নুসরাতের দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভ‚মি) আতাউর রাব্বি জানান, নুসরাতের দাফন কাজ সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান।