আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১২, ২০২২ , ৬:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে বিতরণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। এ উপলক্ষে কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর কার্যালয়ে আলোচনা সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জুবায়ের হোসেন, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সায়ুম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে চলতি রবি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৫৬০ জন কৃষক বিনামূল্যে বিভিন্ন ধরণের বীজ ও সার পাবেন। এদের মধ্যে ৫ হাজার ৪০০ জন কৃষককে মাথাপিছু এক কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে।