আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি উপলক্ষ্যে আলোচনা সভা

বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি উপলক্ষ্যে আলোচনা সভা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২৩ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ( জামালপুর) প্রতিনিধি : জামালপুরে বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা:আজিজুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, বকশিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, শিল্পবনিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অনেকে। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।