আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড

বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৫ জনকে কারাদণ্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৩ , ৫:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে বকশীগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৫ জনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । অর্থদণ্ড না দেয়ার কারণে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ৮ মার্চ বুধবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক (এস আই) মুস্তাফিজের নেতৃত্বে উপজেলার বাট্টাজোর ও পৌর এলাকার কাগমারী পাড়া মাঠে গাঁজা সেবন করার সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন উপজেলার বাট্টাজোর ইউনিয়নের ঝুরার পাড় গ্রামের দুদু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২০) মৃত আহাজ উদ্দিনের ছেলে লতিফ (২৭) পৌর এলাকার কাগমারী পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে আল-আমিন (৩০) মিঞা পাড়ার ভিকু মিয়ার ছেলে শাকিল (১৯) মিরা মিয়ার ছেলের রবিন (২৫)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) কলাম ২১ অনুযায়ী আটককৃত ৫ জনকে ৩ মাস ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন মাদক নির্মূলে সব সময় কাজ করে যাবে।