আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে একজনের দন্ড

বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে একজনের দন্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২৩ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে বকশীগঞ্জে ইয়াবা সেবন ও বিক্রির অপরাধে ১ জনকে ৩ মাস বিনাশ্রম কারাদÐ ও ১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার (১৪ আগস্ট) দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুস সালামের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার মিয়াপাড়ায় সামিউল হকের বাড়ি সংলগ্ন স্থান থেকে মাদক সেবন ও ৭ পিস ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটককৃত হলেন পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের ঝুমুর আলীর ছেলে সোহেল বাবু ( ২২)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) কলাম ২১ অনুযায়ী আটককৃত ১ জনকে ৩ মাস বিনাশ্রম কারাদÐ ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন মাদক নির্মূলে সব সময় কাজ করে যাবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আতাউর রহমান রাব্বি, বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রমুখ।