আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে ১৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

বকশীগঞ্জে ১৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৩ , ৫:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ১৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে সোমবার দিবাগত রাতে উপজেলার মেরুর চর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামের রবিজলের বাড়ি থেকে ১৪ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার চরকালিকাপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে আজাদ হোসেন (২০), আফরুজ্জামানের ছেলে সীমান্ত (২০), সওদাগর শেখের ছেলে আল আমিন (২৫) ও বকশীগঞ্জ উপজেলার পূর্ব কলকিহারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামানের ছেলে রবিজল (৩৮)। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।