আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে ৯ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

বকশীগঞ্জে ৯ বিএনপি নেতাকর্মী গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৩ , ৬:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিএনপি’র ৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য লিটন আকন্দ, বাট্টাজোর ইউনিয়নের প্রচার সম্পাদক হামিদুল হক, ধানুয়া কামালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিকরাঈল হোসেন খোকা, সাধুরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন লেবু, বগারচর ইউনিয়ন বিএনপি নেতা ফরহাদ হোসেন ডেভিড, মেরুরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, মেরুরচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন, মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রবি, মেরুরচর ইউনিয়ন বিএনপি নেতা মাইনুল ইসলাম। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজান তালুকদার জানান-পূর্বের মামলা বলতে সাজানো গায়েবী মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।