আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জ নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান

বকশীগঞ্জ নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৩ , ৬:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নীলক্ষীয়া ইউনিয়নের নতুন বাশকান্দায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ নুর মোহাম্মদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুবায়ের হোসেন হিটলার প্রমুখ।
সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐের চিত্র তুলে ধরেন এবং আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান।