বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সাভার (ঢাকা): তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ার মেসার্স ব্রাইন নিট কম্পোজিট কারখানার সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।
বুধবার (০৮ জুন) সকালে আশুলিয়ার ইউনিক এলাকায় ওই পোশাক কারখানার এ কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে বেতন ও ওভারটাইমের টাকা দেওয়া হয়নি তাদের। কিন্তু বুধবার সকালে কারখানায় গিয়ে গেটে তালা ঝুলতে দেখেন তারা।
পরে প্রায় ৩০০ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ইউনিক বাসস্ট্যান্ডে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ফের কারখানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি মোস্তাফিজুর রহমান বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।