আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বগুড়ায় ভিএমসির বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বগুড়ায় ভিএমসির বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Bograবগুড়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলেন্টারি মেডিকেল ক্লাবের (ভিএমসি) উদ্যোগে বগুড়ায় বৃক্ষ রোপন করা হয়েছে। এছাড়া ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচিও।

রোববার (০৫ জুন) জেলার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভিএমসির সদস্যরা এ কর্মসূচির আয়োজন করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু, বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আল মামুন সরদার, ভলেন্টারি মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাসনর কার্যনির্বাহী পরিচালক ডা. কে এম জিসাদ কবীরসহ অন্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মার্টিন পেরেরা। প্রতিনিধিত্ব করেন ভলেন্টারি মেডিকেল ক্লাবের সাধারণ সম্পাদক ডা. আহসান হাবীব।