আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বগুড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বগুড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


bograবগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের সদস্য সাব্বির হাসান জাফরু পাইকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দলীয় নেতারা।

এ সময় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (১০ জুন) রাত ৮টায় জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন-বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, শহর যুবলীগ সভাপতি মাহফুজুল আলম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন।

তারা বলেন, যুবলীগ নেতা জাফরু পাইকারকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

গাবতলীতে যুবলীগের অগ্রযাত্রা ব্যাহত করার চক্রান্তে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।