আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বগুড়ায় ১৭০ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়ায় ১৭০ বস্তা সরকারি চাল উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২০ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের দু’টি বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ বস্তা (সাড়ে ৮হাজার কেজি) সরকারি চাল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা আকতার ও পুলিশ এসব চাল উদ্ধার করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের কুশা ফকিরের ছেলে আসালত (৪৫) এবং একই গ্রামের আব্দুল্লাহ মোল্লার ছেলে মিনহাজুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের বাড়ি-ঘর তল্লাসী করেন। এসময় গাবতলী মডেল পুলিশ, দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু ও গ্রামের লোকজনের উপস্থিতিতে আসালতের বাড়ি-ঘর তল্লাশি করে ৫০ কেজি ওজনের প্যাকেট ৫০ বস্তা (দুই হাজার ৫’শ কেজি) চাল এবং মিনহাজুলের ঘর থেকে ১২০ বস্তা (ছয় হাজার কেজি) চাল উদ্ধার করেন। চাল গুলো উপজেলা সহকারী কমিশনার ভূমি সালমা আকতারের নির্দেশে রাতেই অটোভ্যান যোগে উপজেলায় নিয়ে আসা হয়। চালগুলো কোথা থেকে ক্রয় করা হয়েছে তা জানা যায়নি। চাল উদ্ধার চলাকালে আসালত ও মিনহাজুল পলাতক ছিল।