বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। এটি আমাদের জন্য দুঃখজনক। নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে, দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে, তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আমাদের জন্য দুঃখজনক। তিনি বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কানাডার সাথে বহু আলাপ হয়েছে। আমরা কিভাবে বিচার করেছি, ওরা জানতে চায়। আমরা জানিয়েছি, তাদের জন্য সব ধরনের পথ খোলা আছে, এসে ক্ষমাও চাইতে পারে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবারের সবার নামে নামে গাছ রোপণ করা হয়েছে। এখানে (ফরেন সার্ভিস একাডেমি) বঙ্গবন্ধুর অনেক স্মৃতি। এখানে থেকেছেন, অফিস করেছেন। সবকিছুকে নিয়ে জাদুঘর করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।